সাতক্ষীরায় আইস-হেরোইন উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

সাতক্ষীরার দক্ষিণ হাড়দ্দায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আইস ও হেরোইন উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধীনস্থ শাখরা বিওপির সদস্যরা এসব মাদকদ্রব্য জব্দ করেছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে দক্ষিণ হাড়দ্দা নামক এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ভারতীয় আইস ও এক কেজি ভারতীয় হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। তবে এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

আহসানুর রহমান রাজীব/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।