টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

টাঙ্গাইলের মির্জাপুরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের উপজেলার তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশার চালক বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সমেজ উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম, একই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম ও গায়রাবেতিল আবুল মার্কেট এলাকার ইউসুফ মিয়ার ছেলে লুৎফর রহমান ওরফে মইজুদ্দিন এবং উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আব্বাস মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সখিপুর থেকে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়ক হয়ে অটোরিকশাটি তিন যাত্রী নিয়ে বাঁশতৈলের দিকে আসছিল। পথে উপজেলার তেলিপাড়া এলাকায় পৌঁছালে সখিপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পেছন থেকে আসা একটি পিকআপ অটোরিকশাকে ধাক্কা মারে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।

হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশার চালক নাজমুল ইসলাম মারা যান। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত যান সড়ক থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হুমায়ুন কবীর বলেন, দুই পিকআপের চাপায় অটোরিকশার চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত তিনটি যান আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

এস এম এরশাদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।