চাঁদপুর হাসপাতালে তিনদিনে ৫ শতাধিক শিশু ভর্তি
চাঁদপুর জেনারেল হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। গত তিনদিনে হাসপাতালে পাঁচ শতাধিক শিশু ভর্তি হয়েছে। শয্যা সংকটে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স-চিকিৎসকরা।
হঠাৎ বিরূপ আবহাওয়ায় শিশু থেকে সব বয়সের মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। যার কারণে চাঁদপুর জেনারেল হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালের তৃতীয় তলার শিশু বিভাগে প্রচুর রোগী ভর্তি রয়েছেন। ওয়ার্ডে ৪২ বেডের বিপরীতে শিশু রোগী ভর্তি আছে ১৪৫ জন।

হাসপাতালের দায়িত্বরত নার্সরা জানান, এসব রোগীদের মধ্যে জ্বর, সর্দি, ঠান্ডাজনিত শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি। ফলে রোগীদের বাড়তি চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। বেড সংকটে হাসপাতালের করিডোর এবং বারান্দার মেঝেতে বিছানা পেতে সেবা নিচ্ছেন রোগীরা। ফলে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের।
জুয়েল নামের রোগীর এক স্বজন বলেন, তিনদিন ধরে চাঁদপুর জেনারেল হাসপাতালে রয়েছে। আমার মেয়ের ঠাণ্ডা ও খিঁচুনি। সিট না পাওয়ায় বারান্দার মেজেতে সিট দিয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা অসুস্থ হচ্ছে। এ সময়টাতে শিশুদের প্রতি বাড়তি নজরদারি রাখতে হবে। হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা ও ওষুধ নিশ্চিত করা হচ্ছে। এ সময়ে শিশুদের একটু বিশেষ যত্ন নিতে হবে।
শরীফুল ইসলা/আরএইচ/এএসএম