বান্দরবানে যৌথ বাহিনীর সফল মাদকবিরোধী অভিযান
নিরাপত্তা বাহিনী ও বেসামরিক প্রশাসনের সম্মিলিত উদ্যোগে যৌথ বাহিনী বান্দরবানের থানচিতে সফল মাদকবিরোধী অভিযান চালিয়েছে। অভিযানে প্রায় ০.৬৮ একরের পাঁচটি পপি বাগান শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। থানচির রেমাক্রী ইউনিয়নের লিকড়ি, পানঝিরি, বুলুপাড়া, পোয়ামুহুরী, রুমা, আলীকদম ও বলিপাড়া এলাকায় প্রায় দুই সপ্তাহব্যাপী অভিযানটি পরিচালিত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের পাশাপাশি যৌথবাহিনী স্থানীয় জনগণের সঙ্গে জনসংযোগ এবং দরিদ্র জনগণের মাঝে বস্ত্র বিতরণ, স্কুলের সংস্কার কাজ, শিশুদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ, বিকল্প আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণ ইত্যাদি সহায়তামূলক কর্মকাণ্ড পরিচালনা করে।
নিরাপত্তা বাহিনীর এ ধরনের তৎপরতার ফলে সীমান্তবর্তী দুর্গম এলাকার মাদক ব্যবসায়ীরা নিরুৎসাহিত হবে বলে আশা করছে আইএসপিআর।
এআর/এনএফ/এমএস