ভোলার ২টি ইউনিয়নে আ. লীগের বিজয়


প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১১ এপ্রিল ২০১৬

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সোমবার অনুষ্ঠিত দুটি ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।  

নির্বাচিতরা হলেন, বড়মানিকা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার ও পক্ষিয়া ইউনিয়নে নাগর হাওলাদার।

নির্বাচন চলাকালীন বড় মানিকা ও পক্ষিয়া ইউনিয়নের নির্বাচন শেষে নানা অনিয়মের অভিযোগ তুলে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীরা ফলাফল বর্জনের ঘোষণা দেন।

২২ মার্চ এ দু ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা থাকলেও হাইকোর্টের আদেশে একদিন আগে নির্বাচন স্থগিত করে কমিশন। ২০ দিন পর সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিকে বড় মানিকা ইউনিয়নের ২নং ওয়ার্ডে মানিকার হাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুব একটা দেখা যায় নি। ওই কেন্দ্রে বিএনপির চেয়ারম্যান প্রার্থী সিহাব উদ্দিনের কোনো এজেন্টদের দেখা যায়নি। একই অবস্থা ছিল পক্ষিয়া ইউনিয়নে।  

৩নং ওয়ার্ডের বড় মানিকা কাশেমিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে সেখানে ভোটারদেরকে প্রকাশ্যে ব্যালটে সিল দিতে বাধ্য করেন কয়েক মেম্বার প্রার্থীও লোকজন।  ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিভাষ চন্দ্র সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরন করেন। ছবি ও ভিডিও করায় তিনি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এ ২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন ও সদস্য পদে ৭০ জন প্রার্থী ছিল। বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী সিহাব উদ্দিন ও পরিক্ষায় ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী খালেদ মমুন এমন নির্বাচন বর্জন করে পুনঃনির্বাচন দাবি করেন।

বড়মানিকা ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিন ও পক্ষিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী নাগর হাওলাদার জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়। জনগণ ভোট দিয়েছেন।

অমিতাভ অপু/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।