চাঁদপুরে নাশকতা মামলায় ছাত্রদল নেতার দুই বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী ও ছাত্রদল নেতা জুনায়েদ জুকিকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালে চাঁদপুর মডেল থানার এসআই মাহবুব মণ্ডল বাদী হয়ে নাশকতা মামলা করেন। মামলার প্রধান আসামী ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী। ওইদিনই ইসমাইল হোসেন পাটোয়ারী ও ছাত্রদল নেতা জুনায়েদ জুকিকে গ্রেফতার করেন পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আক্তার হোসেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন হারুনুর রশিদ, জাহাঙ্গীর খান, কোহিনুর বেগম ও ইয়াছিন আরাফাত।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিম জানান, চাঁদপুরে এটিই প্রথম রাজনৈতিক মামলা। এর কোনো সত্যতা নেই। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শরীফুল ইসলাম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।