চাঁদপুরে জাটকা ধরায় ১৫ জেলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১১:৪৭ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ১৫ জেলের কারাদণ্ড ও চারজন জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার দিবাগত রাতে মেঘনা নদীর আমিরাবাদ থেকে মিনি কক্সবাজার পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। ওইসময় ১৯ জেলেকে আটক করা হয়। এতের মধ্যে ছয়জনের ১৫ দিন, ৯ জনের সাতদিন কারাদণ্ড দেওয়া হয়। বাকি চারজনকে এক হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া আটকদের কাছ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দিন। এসময় ইলিশ প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা মুশফিকুর রহমানসহ কোস্ট গার্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।