লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

অডিও শুনুন

 

লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে মালামালসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মার্কেটটিতে হঠাৎ আগুনের লেলিহান দেখতে পায় স্থানীয়রা। মূহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগেই সৌরভ স্টোর, গ্যাস সিলিন্ডার ও ইলেকট্রনিক্সসহ ১১টি ব্যবসা প্রতিষ্ঠান মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান জাগো নিউজকে বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনের ভয়াবহতা বেশি ছিলো। তবুও সময় মতো আসাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির নিরুপণের কাজ চলছে।

কাজল কায়েস/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।