ঝালকাঠিতে গণধর্ষণের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা
তনু হত্যার বিচারের দাবিতে যখন সারাদেশ উত্তাল ঠিক সেসময় গণধর্ষণের শিকার হয়ে লজ্জায় বিষপান করে আত্মহত্যা করেছে অষ্টম শ্রেণির ছাত্রী লাবনি আক্তার প্রিয়া। সে রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেও মঙ্গলবার তার দাফন সম্পন্ন হয়েছে।
নিহত লাবনি আক্তার ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ও বিনয়কাঠি গ্রামের মোজাম্মেল হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার রাতে একই গ্রামের আবু খানের ছেলে স্বপন লাবনির বাসায় কেউ না থাকায় তাকে বাড়ির পাশের ফসলী জমিতে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে মারধর করে স্বপন, বিনয়কাঠির মো. ছালামের ছেলে রিদয় ওরফে বাবু, তার চাচাতো ভাই ফোরকান, হারুন খানের ছেলে সুমন ও আজাহার মিস্ত্রির ছেলে স্বপন লাাবনিকে পালাক্রমে ধর্ষণ করে। পরে অসুস্থ অবস্থায় লাবনি ঘরে ফিরে তার ফুপুর কাছে সব বলে দেয়।
তিনি লাবনির বাবা মোজাম্মেলকে খবর দিলে লোকলজ্জার ভয়ে মেয়েটি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। এসময় লাবনিকে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার বরিশালে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার সকালে মরদেহ দাফন করা হয়েছে।
ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম মঙ্গলবার দুপুরে ভিকটিমের বাড়ি পরিদর্শন করে এলাকাবাসীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।
আতিকুর রহমান/এফএ/এবিএস