ধনবাড়ীতে বিদ্রোহের আগুনে জ্বলছে আ. লীগ : নিরাপদে বিএনপি


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১২ এপ্রিল ২০১৬

তৃতীয় ধাপে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নেই আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিদ্রোহী প্রার্থীদের আগুনে জ্বলছে। বিএনপির একক প্রার্থী থাকায় নিরাপদে এ দলের মনোনীত প্রার্থীরা।

সরেজমিনে ঘুরে ও নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ৭টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নেই আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে ৯ জন বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এতে করে দলের মনোনীত প্রার্থীরা কোণঠাসা হয়ে পড়েছেন।

নির্বাচন নিয়ে মুশুদ্দি ইউনিয়নের ডা. জমির উদ্দিন, বলিভদ্র ইউনিয়নে আঃ লতিফ, বীরতার ইউয়িনে আনিছুর রহমান, পাইস্কা ইউনিয়নে আঃ মজিদসহ অনেকেই মন্তব্য করে বলেছেন অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এবার এ এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নয়, নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যে।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার নাজমা সুলতানা জানান, উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৭ জন প্রার্থী (নৌকা), বিএনপির ৭ জন প্রার্থী (ধানের শীষ) এবং ৯ জন স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

৭টি ইউনিয়নে ৬৩টি ভোটকেন্দ্র হবে আর ভোটাধিকার প্রয়োগ করবেন ১ লাখ ১১ হাজার ৯ জন। এ উপজেলায় নির্বাচন সংক্রান্ত বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন,
মুশুদ্দি ইউনিয়নে খন্দকার মঞ্জুর মোর্শেদ নান্নু মাষ্টার (নৌকা), মো. ইদ্রিস আলী (ধানের শীষ) এবং আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে উপজেলা আ.লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান মো. হযরত আলী (আনারস), উপজেলা যুবলীগের সদস্য মো. শাহাদৎ হোসেন (মোটরসাইকেল) ও বাবলু আহম্মেদ প্রামাণিক  (ঘোড়া) প্রতীক নিয়ে লড়ছেন।

এ ইউনিয়নে মূলত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার মঞ্জুর মোর্শেদ নান্নু মাষ্টার (নৌকা), আ. লীগের বিদ্রোহী প্রার্থী মো. হযরত আলী (আনারস) ও বিএনপি প্রার্থী মো. ইদ্রিস আলী (ধানের শীষ) এর মধ্যে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

বলিভদ্র ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার (নৌকা), মো. নাজিম উদ্দিন (ধানের শীষ) এবং আ. লীগের বিদ্রোহী হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা মুহাম্মদ সুরুজ্জামান মিন্টু (আনারস) প্রতীক নিয়ে লড়ছেন। এ ইউনিয়নেও ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

বীরতার ইউনিয়নে আহাম্মদ আল ফরিদ  (নৌকা), মো. ছানোয়ার হোসেন (ধানের শীষ) এবং আ. লীগের বিদ্রোহী হিসেবে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (ঘোড়া) ও মো. আঃ লতিফ (আনারস) প্রতীক নিয়ে লড়ছেন। এ ইউনিয়নে মূলত আ. লীগ মনোনীত প্রার্থী আহাম্মদ আল ফরিদ  (নৌকা) এবং আ. লীগের বিদ্রোহী প্রার্থী মো. শফিকুল ইসলাম (ঘোড়া) এর মধ্যে দ্বিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা।
 
পাইস্কা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আরিফ বজলু  (নৌকা), মো. শফিকুল ইসলাম (ধানের শীষ) এবং আ. লীগের বিদ্রোহী হিসেবে উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আঃ হামিদ (আনারস) ও আ.লীগের নেতা মো. জাহাঙ্গীর আলম (মোটরসাইকেল) প্রতীক নিয়ে লড়ছেন।
এ ইউনিয়নে মূলত আ.লীগ মনোনীত আরিফ বজলু (নৌকা) ও আ.লীগের বিদ্রোহী মো. জাহাঙ্গীর আলম (মোটরসাইকেল) এর মধ্যে দ্বিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

বানিয়াজান ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার ফটিক (নৌকা), মো. রফিকুল ইসলাম (ধানের শীষ) এবং আ. লীগের বিদ্রোহী হিসেবে উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম তালুকদারের আপন ছোট ভাই আ.লীগ নেতা শামছুল আলম তালুকদার (আনারস) প্রতীক নিয়ে লড়ছেন। এ ইউনিয়নেও মূলত আ.লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার (নৌকা) ও আ.লীগ বিদ্রোহী শামছুল আলম তালুকদার (আনারস) এর মধ্যে দ্বিমুখী লড়াই হবে।

যদুনাথপুর ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান মীর ফিরোজ আহম্মেদ (নৌকা) বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ (ধানের শীষ) প্রতীক নিয়ে লড়ছেন। এর মধ্যে দ্বিমুখী লড়াই হওয়ার সম্ভাবনার কথা জানা গেছে।

ধোপাখালী ইউনিয়নে মো. আকবর হোসেন (নৌকা) ও বর্তমান চেয়ারম্যান মো. কামাল হোসেন তালুকদার (ধানের শীষ) প্রতীক নিয়ে লড়ছেন। দ্বিমুখী লড়াই হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বিভিন্ন মহল।

এ উপজেলার ৭টি ইউনিয়নেই বিএনপির একক প্রার্থী থাকায় তারা অনেকটা নিরাপদ অবস্থানে রয়েছেন। অপরদিকে আ. লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে একাধিক বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে বিপুল উদ্যোমে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলীয় মনোনয়ন বঞ্চিত প্রর্থীদের সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদের জোড়ালো সমর্থন থাকায় আ. লীগ মনোনীত প্রার্থীদের ভোটযুদ্ধে ঘাম ঝড়াতে হচ্ছে। এসব এলাকার দলীয় নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের সঙ্গে কথা বলে নির্বাচনের এ চিত্র পাওয়া গেছে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।