ডুমুরিয়া

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, উপজেলা চেয়ারম্যানের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৯:১২ পিএম, ০৬ মার্চ ২০২৪

খুলনার ডুমুরিয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও হাসপাতাল চত্বর থেকে অপহরণের অভিযোগে উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (৬ মার্চ) খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলাটি দায়ের করেন ভুক্তভোগীর স্বজন মো. গোলাম রসুল সরদার।

পরে জেলা ও দায়রা জজ মোসাম্মৎ দিলরুবা সুলতানা মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য ডুমুরিয়া থানার ওসিকে নির্দেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন, গাজী তৌহিদ, গাজী আব্দুল হক, আল আমিন গাজী, আক্তারুল আলম সুমন, সাদ্দাম গাজী ও মো. ইমরান হোসাইন।

বাদীপক্ষের আইনজীবী মো. মমিনুল ইসলাম জানান, গাজী এজাজ আহমেদ বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেন। চলতি বছরের ২৭ জানুয়ারি পুনরায় তাকে ডেকে নিয়ে ধর্ষণ করে তাড়িয়ে দেন। ওই রাতেই তরুণী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি হন।
পরদিন তাকে হাসপাতালের ওসিসির সামনে থেকে অপহরণ করা হয়। এসময় গাজী তৌহিদকে ধরে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

আলমগীর হান্নান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।