আমবয়ানে শুরু সাতক্ষীরার জেলা ইজতেমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ০৭ মার্চ ২০২৪

সাতক্ষীরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা (আঞ্চলিক ইজতেমা) ইজতেমা। বৃহস্পতিবার (৭ মার্চ) ফজরের নামাজের পর সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল স্কুল মাঠে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় জেলা ইজতেমা।

ইজতেমায় দ্বিনি শিক্ষা, মহান আল্লাহর নৈকট্য লাভ এবং দেশের অগ্রগতি ও শান্তি কামনায় অংশ নিচ্ছেন হাজারো মানুষ। শনিবার (৯ মার্চ) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।

ইজতেমার প্রথম দিনে ফজরের নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম। নামাজ আদায়ের পর বায়ান শুরু করেন ঢাকার মুরব্বিরা। বায়ান শেষে তজবিহ, কুরআন তেলাওয়াত, তালিম করা হবে। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য সেখানে ওজু, গোসল ও থাকার জায়গা ব্যবস্থা করা হয়েছে।

আমবয়ানে শুরু সাতক্ষীরার জেলা ইজতেমা

ইজতেমা ময়দানে শুক্রবার ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র জুম্মার নামাজ আদায় করবেন। ওইদিন মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হবে।

প্রথম দিনে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। আয়োজকরা বলছেন, জুম্মার দিন প্রায় ৩০ হাজার মানুষের আগমন হতে পারে।

আহসানুর রহমান রাজীব/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।