দর্শনা সীমান্তে কোটি টাকার সোনার বারসহ যুবক আটক
চুয়াডাঙ্গা জেলার দর্শনা সুলতানপুর সীমান্তের পাকারাস্তা থেকে ১০টি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়ানের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজিবির টহল কমান্ডার হাবিলদার হাকিম জানান, বিকেল ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার নাস্তিপুর গ্রামের পাকারাস্তার মোড়ে আমরা অবস্থান নিই। এসময় এক যুবক বাইসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবির সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে জনগণের সামনে তার দেহ তল্লাশি করে কোমরেবাঁধা ১০ পিস সোনার বার (১ কেজি ১৬৬গ্রাম) জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি ১৫ লাখ টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল সাঈদ জাহিদুর রহমান জানান, আটক ব্যক্তিকে দর্শনা থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল চুয়াডাঙ্গা ট্রেজারিতে পাঠানো হয়েছে।
হুসাইন মালিক/এনআইবি/এএসএম