নারায়ণগঞ্জে ৭ রেস্তোরাঁকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১০ মার্চ ২০২৪

ইমারজেন্সি এক্সিট না থাকায় নারায়ণগঞ্জে ৭টি রেস্তোরাঁকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১০ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত রাজউক অভিযান চালিয়ে শহরের চাষাড়া এলাকার এসব রেস্তোরাঁকে জরিমান করা হয়।

রেস্তোরাঁগুলো হলো- দাওয়াত ই মেজবান, স্টার লাউঞ্জ, ক্রাউন রেস্টুরেন্ট, ক্রাউন বুফ অ্যান্ড পার্টি সেন্টার, ক্রাশ স্টেশন, দ্যা ডাইনিং লঞ্জ ও সিরাজ চুইঝাল। তাদের সকলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, এই বিল্ডিংটি পরিদর্শন করে দেখা গেছে এটি আবাসিক ভবন, এটি অফিস কমপ্লেক্স হিসেবে থাকার কথা। কিন্তু অফিস কমপ্লেক্সের পরিবর্তে তারা রেস্টুরেন্ট পরিচালিত করছে। সবচেয়ে দুঃখজনক বিষয়টি হচ্ছে ইমার্জেন্সি এক্সিট সঠিকভাবে ব্যবহার করছে না। সেটায় প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতা থাকার কারণে আমরা প্রত্যেককে জরিমানা করেছি। সেইসঙ্গে আগামী ৭ দিনের মধ্যে সেটি অপসারণ করার জন্য বলা হয়েছে।

তিনি আরও বলেন, যদি তারা ৭ দিনের মধ্যে অপসারণ না করে আমরা ভেঙে ফেলবো। ৭টি রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা করে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যারা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কার্যক্রম পরিচালনা করছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। আমরা চাই সবাই নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করুক। যারা নিয়ম বহির্ভূত ব্যবসা পরিচালনা করবে আমরা সেখানে যাবো। রুফটপের ক্ষেত্রে আমরা আরও বেশি সতর্ক হবো।

অভিযানে সহযোগিতায় ছিলেন অথরাইজ অফিসার মো. ইলিয়াস, ইমারত পরিদর্শক মো. শফিউল্লাহ, শামসুজ্জামান নয়ন, ইমাম মো. রুবেল, মো. সারোয়ার হোসেন ও তারিফুর রহমান।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।