ধুনটে আ.লীগের ৪ বিদ্রোহীকে বহিষ্কারের সিদ্ধান্ত


প্রকাশিত: ১১:৪৩ এএম, ১৩ এপ্রিল ২০১৬

বগুড়ার ধুনট উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চার প্রার্থীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য একটি প্রস্তাবনা জেলা কমিটির পাঠানো হয়েছে। বুধবার দুপুরে ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
 
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর তালিকায় রয়েছেন, ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদ সেলিম, কালেরপাড়া ইউনিয় আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম ফটিক মাস্টার, গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জিয়া শাহীন ও ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন।
 
ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসীন আলম বলেন, ধুনট উপজেলায় তৃতীয় ধাপে ১০টি ইউনিয়নে নির্বাচন আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের এই চার নেতা। এ কারণে ওই চার প্রার্থীকে বহিষ্কারের জন্য বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের কাছে আবেদন করা হয়েছে। জেলা কমিটির অনুমতি পেলে বিদ্রোহী ৪ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানান তিনি।

বিদ্রোহী প্রার্থী প্রসঙ্গে ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন জানান, এলাকায় জনপ্রিয়তা থাকার পরেও দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছি। কোনো অবস্থাতেই নির্বাচন থেকে সরে দাঁড়ানো সম্ভব নয়।

এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।