লাইসেন্স ছাড়াই এলপি গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১২ মার্চ ২০২৪

জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণভাবে লাইসেন্স ছাড়াই এলপি গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির অভিযোগে বগুড়ায় একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন: নন্দীগ্রামে ট্রেড লাইসেন্স না থাকায় দোকানিকে জরিমানা

ইফতেখারুল আলম রিজভী জাগো নিউজকে জানান, বগুড়া শহরের তিনমাথা এলাকায় সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্ট নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি বিষ্ফোরকসহ প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই অনুমোদনহীন এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করছিলেন। এছাড়াও প্রতিষ্ঠানটি জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণভাবে তাদের কার্যক্রম পরিচালনা করায় এ জরিমানা করা হয়। সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্টের স্বত্তাধিকারী আব্দুর রফিক জরিমানার টাকা পরিশোধ করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযানে জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।