লক্ষ্মীপুরে যুবকের হাত-মুখ বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ১৩ মার্চ ২০২৪

লক্ষ্মীপুরের কমলনগরে হাত ও মুখ বাঁধা অবস্থায় শিমুল বাঘা (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকালে উপজেলার চরফলকন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। শিমুল ওই বাড়ির মোতাসিন বাঘার ছেলে।

শিমুলের বাবা মোতাসিন বাঘা বলেন, ভোরে সবার সঙ্গে সেহরি খায় শিমুল। পরে ফজরের নামাজ পড়তে বের হয় সে। যাওয়ার সময় ভেতর থেকে ঘরের দরজা দিয়ে দিতে বলে যায়। সকালে এলাকার লোকজন তার মরদেহ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে আমাদের খবর দেয়।

শিমুলের ভাই মনছুর বাঘা বলেন, মরদেহ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকলেও পা মাটিতে লেগে ছিল। তার দুই হাত পেছন থেকে ও পরনের গেঞ্জি দিয়ে মুখ বাঁধা ছিল। এটি হত্যাকাণ্ড। কেউ তাকে হত্যার করেছে।

কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল বলেন, ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।