সিরাজগঞ্জ মেডিকেলের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১৪ মার্চ ২০২৪

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে মনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, কয়েকটি অসাধু চক্র হাসপাতালের সামনে সওজের জায়গা দখল করে ৮-১০টি টিনের ঘর তুলে হাসপাতাল কেন্দ্রিক কিছু ব্যবসা শুরু করেছিলো। এতে মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া যায়। এজন্য যত্রতত্র গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সিরাজগঞ্জ মেডিকেলের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী জাগো নিউজকে বলেন, হাসপাতালের সামনে অবৈধভাবে কয়েকটি দোকান গড়ে ওঠে। সেগুলো বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও সওজ ভেঙে দিয়েছে। এতে হাসপাতালের সামনের পরিবেশ সুন্দর হয়েছে।

সিরাজগঞ্জ মেডিকেলের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, সিরাজগঞ্জ শহর থেকে নলকা ওই সড়কের কাজ চলমান। এ অবস্থায় সওজের জায়গা দখল করে হাসপাতালের সামনে কয়েকটি দোকান গড়ে উঠেছিল। আজ সেগুলো ভেঙে দেওয়া হয়েছে।

এম এ মালেক/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।