সাতক্ষীরায় স্টার অয়েল মিলে অগ্নিকাণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৩:১৭ এএম, ১৫ মার্চ ২০২৪

সাতক্ষীরা বড় বাজারের স্টার ওয়েল অ্যান্ড ভুট্টা মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দিনগত রাত ১টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে আব্দুস সামাদের মালিকানাধীন মিলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি মিলের ভেতরে আগুন জ্বলছে। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি ইন্টেলিজেন্ট) ইদ্রিসুর রহমান বলেন, বড় বাজারের একটি মিলে আগুন লাগে। এটি ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে বড় বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শিমুল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলতে পারবো। আমাদের দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি বলেন, মিলের ভেতরে একটি গুদামে বিপুল পরিমাণ সরিষা ও ভুট্টার বস্তা রাখা আছে। সেই বস্তায় আগুন লাগে।

আহসানুর রহমান রাজীব/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।