চাঁদপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০
চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) দুপুর পর্যন্ত ফরিদগঞ্জ পৌরসভার কাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতের মধ্যে ১৪ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকিরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়- ফাহিম (৮), আয়ান (৯), মোস্তফা (৩৫), লামিয়া (১১), জোনায়েদ (১৮), কথা (১১), রাহুল (৮), সুজন (৭), আব্দুল আহাদ (৫), শ্রাবণী (২২), মোফাচ্ছের (৪০), আব্দুল কাদের (৩৮), সাফোয়ান (১৫), পান্না আক্তার (১৮)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজাম্মেল হোসেন জানান, সকাল থেকে হঠাৎ কুকুরের কামড়ে আহত রোগী আসা শুরু হয়। ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী বলেন, সরকারিভাবে কুকুর নিধন বন্ধ রয়েছে। তবে পৌরসভা থেকে কুকুরে কামড়ে আক্রান্তদের ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে।
শরীফুল ইসলাম/আরএইচ/এএসএম