সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে : তদন্ত কমিটি গঠন
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্পের পঁচাকোড়ালিয়া ও নাপিতখালী বিলের আব্দুল্লাহনছিলা এলাকায় লাগা আগুন বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ধান সাগর স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ।
এদিকে সুন্দরবনে আগুন লাগার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সুন্দরবন বিভাগ। চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেনকে প্রধান করে জেলা ও পুলিশ প্রশাসন দু`জন প্রতিনিধিসহ তিন সদস্যের এই তদন্ত কমিটি বুধবার ঘোষণা করা হয়। তবে তদন্ত কমিটির প্রধানকে নিয়ে চলছে নানা কথা।
সুন্দরবনে আগুন লাগার ঘটনা তদন্তে বুধবার রাতে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এই কমিটি গঠন করেন। ওই কমিটিকে আগামী ১৪ কর্ম দিবসের মধ্যে আগুন লাগার কারণ ও আগুনে বনজ সম্পদের কি পরিমাণ ক্ষতি হয়েছে ও কত ভূমি পুড়েছে তা চূড়ান্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে। সহকারী বন সংরক্ষক বেলায়েতকে এই তদন্ত কমিটির প্রধান করায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিয়ে সুন্দরবন সন্নিহিত লোকালয়ের মানুষের মনে নানা সন্দেহের সৃষ্টি হয়েছে।
সুন্দরবনে ধানসাগর স্টেশনে প্রতি বছর আগুন লাগার কারণ সম্পর্কে বন সংলগ্ন এলাকার বাসিন্দাদের অভিযোগের আঙ্গুল খোদ এসিএফ বেলায়েতের দিকে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর ও ধানসাগর এলাকার কয়েকটি অসাধু মৎস্য শিকারি চক্র প্রতি বছর বনে আগুন লাগিয়ে থাকে। শুষ্ক মৌসুমে তারা আগুন লাগিয়ে বন পরিষ্কার করে মাছের বিল তৈরি করে। বর্ষা এলেই শুরু হয় ওই চক্রের মাছ ধরার উৎসব। বন কর্মকর্তারা মোটা অংকের টাকার বিনিময়ে ওই চক্রের কাছে মৌসুম ভিত্তিক অলিখিত ইজারা (লিজ) দেয় ওই বিলগুলো। কারেন্ট জাল পেতে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করা হয়। প্রতি মৌসুমে লক্ষ লক্ষ টাকা আয় হলেও সরকারের ঘরে একটি টাকাও রাজস্ব জমা পড়ে না। পকেট ভারি হয় সুন্দরবনের কর্মকর্তাদের।
সুন্দরবনসহ উপকূলের অপরাধ জগতের হাল নাগাদ খোঁজখবর রাখেন এমন একাধিক সূত্র বলছে, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অনেক সময় এক শ্রেণির অসাধু বন কর্মকর্তাদের ম্যানেজ করে শাসক দলের প্রভাবশালীরা সুন্দরবনের খাল-বিল কথিত ইজারার মাধ্যমে মাছ চাষ করতে সহজ রাস্তা তৈরি করতে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার রাতের আব্দুল্লারছিলায় বনে আগুনের ঘটনাটি তারই অংশ। এসিএফ বেলায়েতকে তদন্ত কমিটির প্রধান করায় তাই নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে।
শওকত আলী বাবু/এসএস/আরআইপি