নতুন বাস পেলেন চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:১০ পিএম, ১৭ মার্চ ২০২৪

ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি নতুন বাস দেওয়া হয়েছে।

রোববার (১৭ মার্চ) সকালে কলেজ ক্যাম্পাসে নতুন বাসটির কার্যক্রম ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে মন্ত্রী ভেতরে প্রবেশ করে বাসটি ঘুরে দেখেন।

এসময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, কলেজ অধ্যক্ষ অসিত বরণ দাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন মিজিসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

শরীফুল ইসলাম/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।