চাঁদপুর
নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৪ জেলের কারাদণ্ড
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৪ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (১৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা এ অভিযান পরিচালনা করেন।
চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, রোববার দিনগত রাতে মেঘনা নদীর মোহনা, রাজরাজেশ্বর, লালপুর ও দাসাদী এলাকায় জেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।
এ সময় জাটকা ধরায় দাসাদী এলাকা থেকে ১৫ জেলেকে আটক, ৭৫ হাজার মিটার কারেন্ট জাল, ১২০ কেজি জাটকা এবং একটি কাঠের মাছ ধরার নৌকা জব্দ করা হয়। জাটকা দুস্থদের মাঝে বিতরণ এবং নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, সদর উপজেলা সহকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সিসি মো. জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
শরীফুল ইসলাম/আরএইচ/এমএস