সিলিন্ডার বিস্ফোরণে পুড়লো তিন ঘর, ৭ গবাদিপশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১৮ মার্চ ২০২৪

চাঁদপুরের কচুয়ায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনটি ঘরসহ পাঁচটি গরু ও দুটি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে।

সোমবার (১৮ মার্চ) ভোরের দিকে উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা গ্রামের পূর্বপাড়া চান্দের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আইয়ুব আলী পাটোয়ারী জানান, ঘরে থাকা সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে আগুন দ্রুত সব জায়গায় ছড়িয়ে পড়ে। দগ্ধ হয়ে পাঁচটি গরু ও দুটি ছাগল মারা গেছে। তিনটি ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, মূল্যবান কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকাণ্ডে সবমিলিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ইউপি চেয়ারম্যান মো. নূর-ই-আলম রিহাত ও সদস্য মিজানুর রহমান।

কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের অফিসার মাহতাব মণ্ডল অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পরিবারটির সব পুড়ে গেছে।

শরীফুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।