নাটোর

আদালত চত্বরে বিচারপ্রার্থীকে কুপিয়ে আহতের মামলায় রিমান্ডে ৫ আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৮ মার্চ ২০২৪

নাটোর দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীকে কুপিয়ে আহত করার ঘটনায় করা পৃথক দুটি মামলায় গ্রেফতার পাঁচজনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ মার্চ) দুপুরে দুটি মামলার মধ্যে অস্ত্র আইনে করা একটি মামলায় অতিরিক্তি চিফ জুডিসিয়াল আদালতের বিচারক রওশন আলম এ আদেশ দেন।

নাটোর কোর্ট পুলিশ পরিদর্শক নাজনীন আক্তারী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ মার্চ) আদালত চত্বরে রাতুল ইসলাম ওরফে সময় (২৫) নামের এক যুবকে কুপিয়ে আহত করেন প্রতিপক্ষরা। ওই ঘটনায় দুটি মামলা করা হয়। এরমধ্যে একটি মামলায় আদালতে হাজিরা দিতে আসেন আসামি সজীব (৩২), সুমন (৩৫), ইমন (২৮), সবুজ (২৭) ও সোহাগ (৩০)। আসামিপক্ষের পক্ষের আইনজীবী তাদের জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযুক্তদের পাঁচদিনের রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রেজাউল করিম রেজা/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।