পেঁয়াজের দাম বেশি রাখায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১৯ মার্চ ২০২৪

হবিগঞ্জে মূল্য তালিকায় ঘষামাজা ও পেঁয়াজের মূল্য বেশি রাখায় চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের এসব জরিমানা করা হয়। জেলা প্রশাসন ও কৃষি বিপনন বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল হকের নেতৃত্বে অভিযানে জেলা কৃষি কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পেঁয়াজের দাম বেশি রাখায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে মূল্য তালিকায় ঘষামাজা করার অপরাধে শাপলা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং খুচরা পেঁয়াজ ব্যবসায়ীদের কোনো ক্যাশ মেমো না দেওয়ায় তিন আড়তদারকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

পেঁয়াজের দাম বেশি রাখায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

এ বিষয়ে আসাদুল হক বলেন, মেমো না দেওয়ার কারণে যদি খুচরা ব্যবসায়ী বলেন যে আমি ৫৫ টাকা কেজি দরে কিনেছি সেটিইতো আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু আমরা যখন ৪৮ টাকার মেমো দেখবো তখনতো আমরা বুঝে যাবো এটির সঙ্গে কত যোগ করে তিনি বিক্রি করবেন। কোনো কারণে বাজার অস্থিতিশীল হচ্ছে কিনা সেটি আমাদের দেখার সুযোগ হচ্ছে। আড়তদাররা মেমো না দেওয়ার কারণেই খুচরা ব্যবসায়ীরা বেশি দাম নেওয়ার সুযোগ পাচ্ছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।