চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু
চাঁদপুরের কচুয়ায় বিআরটিসির যাত্রীবাহী বাসের ধাক্কায় মানিক মিয়া (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার পূর্ব কালচোঁ ভূইয়া বাড়ি সেলিমের দোকান সংলগ্ন সড়কে ঘটে এ দুর্ঘটনা।
মানিক মিয়া সুনামগঞ্জ জেলার নোগাল গ্রামের মৃত সমর আলীর ছেলে। তিনি স্থানীয় হান্নান মিয়ার ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, ঘটনার সময় মানিক মিয়া ব্রিক ফিল্ড সংলগ্ন সেলিম মিয়ার চায়ের দোকানে নাস্তা শেষে রাস্তা পার হচ্ছিলেন। এসময় হাজীগঞ্জ হতে ঢাকাগামী বিআরটিসির যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান তিনি। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ এখন থানায়। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে বিআরটিসির বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শরীফুল ইসলাম/জেডএইচ/