সোনামসজিদ দিয়ে আরও ৪৫ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:১০ পিএম, ২০ মার্চ ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আরও ছয় হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। বুধবার (২০ মার্চ) বিকেলে সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সোমির ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল দুই ব্যবসায়ীকে ছয় হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। তবে এর আগেও ৩১ জন আমদানিকারককে ৩৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়। এখন পর্যন্ত ৪৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

জেলার বিভিন্ন পেঁয়াজের বাজার ঘুরে জানা যায়, গত দুদিনে কেজিতে ২৫-৩৫ টাকা কমেছে পেঁয়াজের দাম। বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা কেজি দরে। দুদিন আগেও ছিল ৮০-৯০ টাকা কেজি।

সোহান মাহমুদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।