রাজাপুরে এখন চলছে ট্রেন!


প্রকাশিত: ০৪:২১ এএম, ১৫ এপ্রিল ২০১৬

ধান-নদী-খাল এ তিনে বরিশাল। সেই বরিশালে ট্রেন চালুর ব্যবস্থা না থাকলেও ঝালকাঠির রাজাপুরে এখন চলছে ট্রেন! তাতে মানুষও চড়ছে। আর ট্রেন দেখতে রেল লাইনের চারপাশে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।

সোনার বাংলা এক্সপ্রেস সিরাজগঞ্জ নামের এ ট্রেনটি ইঞ্জিনের বগিসহ মোট ৪টি বগি বিশিষ্ট। তাতে টিকিট মূল্য ধরা হয়েছে ২০ টাকা। বিনোদনের জন্য পহেলা বৈশাখের মেলায় ট্রেন লাইন স্থাপন করে শিশু-কিশোরদের বিনোদন দেয়ার জন্য এ ব্যবস্থা।

ঝালকাঠির রাজাপুরের পূর্ব রাজাপুর সাউথপুর ব্রিজ এলাকায় ২০ একর মাঠ জুড়ে ৭ দিনব্যাপি বৈশাখী মেলার আয়োজন করে স্থানীয় যুব সমাজ। জেলা প্রশাসন কর্তৃক অনুমোদিত এ মেলায় ট্রেন ভ্রমণ ছাড়াও ঘোড়ার দৌড়, নাগর দোলা, লাকি কুপন, হাড়ি পাতিল লটারি, সাবান লটারি, কাঠের পুতুলের খেলাধুলা ও নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিন বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানের হাজার হাজার লোকজনের সমাগমে মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। মেলায় দুপুরের পর থেকেই মানুষের ঢল নামতে শুরু করে। মেলাকে ঘিরে ফার্নিচারসহ শতাধিক স্টলে বিভিন্ন রকমারি পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

মেলা কমিটির নেতা তরিকুল ইসলাম তারেক ও মনির বিশ্বাস জানান, রাজাপুর থেকে দেশীয় বিনোদন বিলুপ্তির পথে। তাই দেশীয় বিনোদন ও গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের মতো এবারও ১০তম বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, মেলায় শিশু-কিশোর ও বৃদ্ধদের বিনোদনের কথা চিন্তা করে ট্রেন ভ্রমণ, ঘোড়ার দৌড়, নাগর দোলা, লাকি কুপন, হাড়ি পাতিল লটারি, সাবান লটারি, কাঠের পুতুলের খেলাধুলা ও নৌকা বাইচসহ বিভিন্ন বিনোদনমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আতিকুর রহমান/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।