ধুনটে শিশু বিক্রির সময় যুবক গ্রেফতার


প্রকাশিত: ০৯:২২ এএম, ১৫ এপ্রিল ২০১৬

বগুড়ার ধুনটে চুরি হওয়া তিন মাসের শিশু রাকিব হাসানকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বিটল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করা হয়। শুক্রবার বেলা ১১টায় ধুনট উপজেলার ছোট চিকাশি গ্রাম থেকে ওই শিশুসহ বিটলকে আটক করা হয়।

বিটল মিয়া বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ফকিরপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
 
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, গাইবান্ধা সদরের দিনমজুর দেলোয়ার হোসেনের স্ত্রী সালেহা বেগম শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান মাজার এলাকায় ভাসমান অবস্থায় একটি ঝুপড়ি ঘরে বাস করেন। অভাব অনটনের সংসারে দাম্পত্য কলহের কারণে অন্তঃসত্বা সালেহা বেগমকে রেখে প্রায় ১০ মাস আগে স্বামী দেলোয়ার হোসেন নিরুদ্দেশ হন। স্বামী চলে যাওয়ার পরও সালেহা বেগম মহাস্থান মাজার এলাকায় থেকে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছেন। এ অবস্থায় তিন মাস আগে সালেহা বেগম ছেলে সন্তানের জন্ম দেন। তার নাম রাখেন রকিব হাসান।

এদিকে মহাস্থান মাজার এলাকায় ভবঘুরে জীবনযাপন করেন মাদকাসক্ত বিটল মিয়া। একই এলাকায় অবস্থানের কারণে ৮ মাস আগে সালেহা বেগমের সঙ্গে পরিচয় হয় বিটল মিয়ার। পরিচয়ের সুত্র থেকেই সালেহা ও বিটলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে দুজন ঘর বাঁধার স্বপ্ন দেখেন।
 
গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিটল মিয়া কৌশলে সালেহার শিশু সন্তান রাকিব হাসানকে চুরি করে ধুনট উপজেলার ছোট চিকাশি গ্রামে আসেন। এরপর ছোট চিকাশি গ্রামের তাহেরুল ইসলামের কাছে শিশুটিকে ৩০ হাজার টাকায় বিক্রির প্রস্তাব করেন বিটল মিয়া। কিন্ত শিশু বিক্রির দর কষাকষির এক পর্যায়ে বিষয়টি নিয়ে স্থানীয়দের মনে সন্দেহ হয়। তখন বিষয়টি ধুনট থানা পুলিশকে অবহিত করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুসহ বিটল মিয়াকে আটক করে।

এ বিষয়ে জানতে চাইলে ধুনট থানা হাজতে আটক বিটল মিয়া বলেন, বিয়ের প্রলোভনে সালেহার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলি। আর নেশার টাকার জন্যই শিশু রাকিবকে চুরি করেছি।

পুলিশ ঐ শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। শিশুকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে সালেহা বেগম বলেন, আমার একমাত্র সন্তানকে কোলে পেয়ে আমি খুশি হয়েছি। একমাত্র মাই বুঝেন তার সন্তান হারানোর বেদনা।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, চুরি হওয়া শিশু রাকিব হাসানকে উদ্ধারের পর সালেহা বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া শিশু চুরির দায়ে বিটল মিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।   

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।