প্রতিবেশীর ড্রেনে মিললো দুই বছরের শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৭ এএম, ২৪ মার্চ ২০২৪
ফাইল ছবি

নাটোরের লালপুরে নলকূপের ড্রেন থেকে দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) বিকেল ৫টার দিকে উপচেলার আড়বাব ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটি খেলতে খেলতে ড্রেনে পড়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃত শিশু একই গ্রামের ফজলুর রহমানের ছেলে শাওন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শিশুটি খেলতে বের হয়। পরে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশী শহিদুল ইসলামের টিউবওয়েলের ড্রেনে শাওনকে পড়ে থাকতে দেখে ৯৯৯-এ ফোন করে। পরে পুলিশ গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আকবর আলী বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটি খেলা করতে গিয়ে অসাবধানতাবশত ড্রেনে পড়ে মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।

রেজাউল করিম রেজা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।