ব্রিজ থেকে খালে লাফ দিয়ে প্রাণ হারালো কিশোর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২৪ মার্চ ২০২৪

সাতক্ষীরার দেবহাটায় খেলার সময় পানিতে লাফ দিয়ে নূর নবী (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে।

রোববার (২৪ মার্চ) দুপুরে উপজেলার গোপাখালি ব্রীজের নিকট এ ঘটনা ঘটে। নিহত কিশোর চরশ্রীপুর শরিফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী নুর হোসেন জানান, দুপুরে কয়েকজন কিশোর গোসলের সময় গোপাখালি ব্রিজের ওপর থেকে খালের পানিতে লাফ দেওয়ার খেলা করছিল। এসময় বন্ধুদের সঙ্গে নূর নবী ব্রিজ থেকে পানিতে লাফিয়ে পড়ার পর দীর্ঘ সময় তার খোঁজ মেলেনি। পরে স্থানীয়রা খোঁজা খুঁজির পর অচেতন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, বন্ধু ব্রিকস সংলগ্ন খালের ব্রিজের ওপর থেকে কয়েকজন পানিতে খেলার সময় এক কিশোর পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ততসময় সে মারা যায়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, পানিতে ডুবে এক কিশোরের মৃত্যুর খবর জানতে পেরেছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

আহসানুর রহমান রাজীব/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।