শেরপুরে তিন আদিবাসী দুইদিন ধরে নিখোঁজ
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তের গজনী এলাকার তিন গারো আদিবাসী দুইদিন ধরে নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ১০-১২ জনের একটি দল ওই তিন গারো আদিবাসীকে তুলে নিয়ে গেছে বলে তাদের পরিবার ও এলাকাবাসীরা অভিযোগ করেছেন।
নিখোঁজরা হলেন, ঝিনাইগাতী উপজেলার গজনী এলাকার সুসীল মারাকের ছেলে বিভাস হাগিদক (২৫), একই এলাকার সুমিত চন্দ্র সংমার ছেলে রাজেস কুবি (২২) ও রসেন সাংমার ছেলে প্রভাত সাংমা (৫০)।
ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সাদা পোশাকধারী ১০-১২ জনের একটি দল নিজেদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে গজনী এলাকায় আসে। পরে ওই তিনজনের বাড়িতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে নিয়ে যায়। এসময় পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও ওই সব সাদা পোশাকধারীদের পরিচয় জানতে পারেনি। ওই তিন গারো আদিবাসীকে তুলে নেওয়ার দুই দিন পার হলেও তাদের কোনো খোঁজ মিলছেনা। এতে আদিবাসী পরিবারগুলোতে নানা শঙ্কা বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক আদিবাসী নেতা জানান, তিনজনের মধ্যে দুইজনকে ঝিনাইগাতী গজনীর বাড়ি থেকে এবং রাজেস কুবিকে ময়মনসিংহের ভালুকা এলাকার তার বোনের বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে। সে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে বলেও জানান তিনি।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, লোকমুখে শুনেছি গজনী থেকে দুই ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে আমরা কিছু জানিনা। কোনো পরিবারের পক্ষ থেকে আমাদের অবহিত করা হয়নি। আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সংস্থাও আমাদেরকে এ ব্যাপারে কিছু বলেনি।
র্যাব-১৪ জামালপুর ক্যাম্পে যোগাযোগ করা হলে তাদের এক সদস্য সাংবাদিকদের জানান, এ বিষয়ে তাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। সম্ভবত স্পেশাল কোনো সংস্থা তাদের আটক করে থাকতে পারে।
শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।
হাকিম বাবুল/এফএ/এমএস