সুন্দরবনে আগুন : ৬ জনের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৩:০০ এএম, ১৬ এপ্রিল ২০১৬
ফাইল ছবি

শরণখোলা উপজেলাধীন পূর্ব সুন্দরবনের পচাকোরালিয়ার বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ বাদী হয়ে বন আইনে এই মামলাটি দায়ের করার পর বিষয়টি বনবিভাগ থেকে গোপন রাখা হয়।

শুকবার রাত ৮টার দিকে ডিএফও (পূর্ব) মো. সাইদুর রহমানসহ দায়ীত্বশীল সকল কর্মকর্তা মিডিয়া কর্মীদের কাছে মামলার বিষয়টি জানালেও মামলার স্বার্থে আসামিদের নাম ও ঠিকানা জানাননি তারা।

এর আগে বৃহস্পতিবার সুলতান আহম্মেদ বাদী হয়ে সাত লাখ টাকা ক্ষতিপুরণ দেখিয়ে শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

প্রসঙ্গত গত বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী টহল ফাঁড়ির আওতাধীন পচাকোরালিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার ব্রিগেড, বনকর্মী ও অন্যান্যদের ১২ ঘণ্টার চেষ্টার পর রাত ১০টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে বনাঞ্চলের বেশ কিছু ক্ষতি হয় বলে জানা যায়।
    
শওকত আলী বাবু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।