সিরাজগঞ্জে ন্যায্যমূল্যের ৪২ বস্তা চাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৫ মার্চ ২০২৪

সিরাজগঞ্জের তাড়াশে ন্যায্যমূল্যের ৪২ বস্তা চাল বিক্রির সময় জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার দত্তবাড়ী এলাকা থেকে এসব চাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল আলম জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ন্যায্যমূল্যের চালগুলো ডিলারদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। তবে দেশীগ্রাম ইউনিয়নের দত্তবাড়ীর ডিলার বাবু লাল রজক এক ব্যবসায়ীর নিকট ৪২ বস্তা চাল বিক্রি করেন। বিক্রিত চাল অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয়রা বস্তাগুলো জব্দ করে। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের সহযোগিতায় চালগুলো জব্দ করা হয়।

এম এ মালেক/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।