নাটোরে শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:৫৭ এএম, ২৬ মার্চ ২০২৪

নাটোরের চারটি উপজেলায় শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। সোমবার রাত ১১টার দিকে জেলার গুরদাসপুর, সিংড়া, লালপুর ও বড়াইগ্রাম উপজেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও সঙ্গে শিলাবৃষ্টি হয়।

এলাকাবাসী সূত্রে জানান, বৃষ্টির পরিমাণ কম হলেও কোথাও কোথাও স্তূপ জমে যায় শিলার। শিলাবৃষ্টির কারণে আম ও লিচুর মুকুলসহ ধান, গম ভুট্টা পেঁয়াজ রসুন ক্ষেতের ক্ষতি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর নাটোরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, শিলা বৃষ্টিতে কোথায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। মাঠকর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে ক্ষতির পরিমাণ সরজমিনে জানার জন্য। কৃষি বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রেজাউল করিম রেজা/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।