নেছারাবাদে একজনকে পিটিয়ে হত্যা
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পূর্ব জলাবাড়িতে পলাশ (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পলাশ সমুদয়কাঠী ইউনিয়নের দূর্গাকাঠী গ্রামের আমীর হোসেন হাওলাদারের ছেলে।
নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাশ শনিবার সকালে পূর্ব জলাবাড়ি গ্রামে একটি স্কুলের সামনের দোকানে বসে চা খাচ্ছিলেন এ সময় ৫-৬ জন দুর্বৃত্ত এসে রড ও লাঠী দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই তাকে হত্যা করে। পলাশ এক সময় মুরগীর ব্যবসা করতেন।
ওসি আরো জানান, জলাবাড়ি এলাকার জহুর ব্যাপারীর সঙ্গে পলাশের পূর্ব শত্রুতা রয়েছে। পলাশ কিছু দিন আগে একটি হত্যা মামলায় জামিন পেয়েছেন। ঘটনার পর পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
হাসান মামুন/এফএ/এবিএস