সাতক্ষীরায় ‌গোডাউন থে‌কে ১৯৯ বস্তা চি‌নি জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:২৪ এএম, ২৮ মার্চ ২০২৪

সাতক্ষীরা শহরের বড় বাজারের এক‌টি গোডাউ‌নে অভিযান চা‌লিয়ে ১৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ মার্চ) বিকেলে গোয়েন্দা তথ্যের ভি‌ত্তি‌তে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যা‌জিস্ট্রেট শামীম ভুইয়া এই অ‌ভিযান প‌রিচালনা করেন।

এসময় মজুতদার হাজরা সাধুকে ২০ হাজার টাকা জ‌রিমানা ও জব্দ চি‌নি নিয়ে যায় প্রশাসন, যার বাজার মূল্য প্রায় ১৩ লাখ ৩৩ হাজার ৩০০ টাকা।

জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে আনা এসব চিনি দেশীয় কোম্পানির (সুবাহ চিনি) নামে মোড়কজাত করে বিক্রয় করছিল প্রতিষ্ঠানটি। এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে চি‌নিগু‌লো জব্দ করা হয়েছে।

এর আগেও ভোজ্যতেল মজুত করার অপরাধে হাজরা সাধুকে জরিমানা করা হয়েছিল।

আহসানুর রহমান রাজীব/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।