টেকনাফের গহিন পাহাড়ে হাতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১০:০৬ পিএম, ৩০ মার্চ ২০২৪

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে বয়স্ক এক পুরুষ হাতির মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ) বিকেল ৩টার দিকে টেকনাফ বন বিভাগের সদস্যরা মরা হাতিটি উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সরওয়ার আলম।

তিনি বলেন, হ্নীলা ইউনিয়নের লেদা গহিন পাহাড়ে বার্ধক্যজনিত কারণে ৭০-৭৫ বছর বয়সী একটি বন্যহাতির মৃত্যুর খবর পাই। পরে টেকনাফ বিটের সদস্যরা ঘটনাস্থলে যান। হাতিটি লম্বায় ১১ ফুট, উচ্চতা ৮ ফুট।

ময়নাতদন্তের পর পাহাড়ের ভেতর নিরাপদ জায়গায় গর্ত করে হাতির মরদেহ মাটিতে পুঁতে ফেলা হবে বলেও জানান বিভাগীয় এ বন কর্মকর্তা।

সায়ীদ আলমগীর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।