বান্দরবানে আফিমসহ নারী মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:০১ পিএম, ০১ এপ্রিল ২০২৪

বান্দরবানের রোয়াংছড়িতে অফিমসহ রেদামা মারমা (৪৮) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। রোববার (৩১ মার্চ) উপজেলার আঙ্গাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। রেদামা মারমা ওই এলাকার মৃত থোয়াইচিমং মারমার স্ত্রী।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, রেদামা মারমা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি বান্দরবানের পাহাড়ি এলাকায় মাদক সিন্ডিকেটের সঙ্গে সমন্বয় করে পাশের দেশ থেকে মাদক আফিম এনে রাখতেন। পরে সুযোগ বুঝে মাদকের চালান বিভিন্ন ভাগে ভাগ করে দেশের বিভিন্ন অঞ্চলে চাহিদা মতো এজেন্টদের কাছে পাচার করতেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রেদামা মারমাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২ কেজি ৫১০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।