স্ত্রী হত্যা মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত স্বামী ২২ বছর পর গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:১০ এএম, ০৩ এপ্রিল ২০২৪

সাতক্ষীরার শ্যামনগরে চাঞ্চল্যকর জেসমিন নাহার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আরশাদ আলী মিস্ত্রীকে (৫৩) গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। তিনি দীর্ঘ ২২ বছর পলাতক ছিলেন।

মঙ্গলবার (২ এপ্রিল) খুলনা জেলার দিঘুলিয়া থানাধীন বারাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরশাদ আলী সাতক্ষীরার আশাশুনি উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত আদম আলী মিস্ত্রির ছেলে।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, হত্যাকাণ্ডের ১১ বছর আগে জেসমিন নাহারের সঙ্গে আরশাদ আলীর বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে ২০০২ সালের ২২ জুন স্বামী-স্ত্রীর মধ্যে যৌতুকের টাকা নিয়ে ঝগড়া হয়। এরই ধারাবাহিকতায় স্বামী ক্ষিপ্ত হয়ে চেরা কাঠ দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি পেটান। এতে জেসমিন মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জেসমিনের বোন বাদী হয়ে আরশাদ আলীর বিরুদ্ধে শ্যামনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলেন। এ মামলায় আদালত আসামির মৃত্যুদণ্ড দেয়।

সম্প্রতি র‌্যাব র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আরশাদ আলীর অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আহসানুর রহমান রাজীব/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।