চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমে নাভিশ্বাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ০৫ এপ্রিল ২০২৪

বেশ কদিন ধরেই চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস দশা। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় দিনে ও রাতে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত আর্দ্রতা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ।

চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমে নাভিশ্বাস

জেলায় এখন পর্যন্ত বৃষ্টির দেখা নেই। তাপমাত্রা বেশ কয়েকদিন ধরে ৩৮-৪০ ডিগ্রির মধ্যে অবস্থান করছে। বৃষ্টি না হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশি সমস্যায় পড়েছেন খেটে-খাওয়া মানুষ। তারা কাজ করতে পারছেন না। দুপুরের পর থেকে সড়কগুলো ফাঁকা হয়ে যাচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সূর্যের প্রখরতা, ভ্যাপসা গরম ও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে গরম অনুভূত হচ্ছে। এদিন দুপুর ১২টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ।

চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমে নাভিশ্বাস

গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানান প্রথম শ্রেণির সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রকিবুল হাসান

চুয়াডাঙ্গা শহরের শান্তিপাড়ার রিকশাচালক খোদা বক্স। তিনি বলেন, ‘যখন প্যাডেল মেরে রিকশা চালিয়েছি, তখনো এতো কষ্ট হয়নি। সামনে আর কদিন বাদে ঈদ। তবে গরমে মানুষ রাস্তায় কম বের হচ্ছে। এজন্য আমাদের ভাড়া হচ্ছে না। ছেলেমেয় নিয়ে কষ্টে আছি।’

হুসাইন মালিক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।