ভোলায় দুই লঞ্চকে জরিমানা
ভোলা-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীবাহী দোয়েল পাখি-১ ও দোয়েল পাখি-১০ লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৬ এপ্রিল) বিকেলে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় এ জরিমানা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হুসাইন।
ভোলার বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দোয়েল পাখি-১ ও দোয়েল পাখি-১০ লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই, মাস্টার পোশাক ও পর্যাপ্ত লাইফ জ্যাকেট না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে দোয়েল পাখি-১ লঞ্চকে ২০ হাজার ও দোয়েল পাখি-১০ লঞ্চকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়।
ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তার জন্য বিআইডব্লিউটিএর পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান সহকারী পরিচালক শহিদুল ইসলাম।
জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম