ধুনটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্র নিহত
বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ আল মামুন (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরো পাঁচজন। রোববার বিকেলে ধুনট-শেরপুর সড়কের উল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল-মামুন সিরাজগঞ্জ সদর উপজেলার শেওলাভিটা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
আহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার শেওলাভিটা গ্রামের সিএনজিচালক শিপন মিয়া, ভেড়ামাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে শাওন, বাহুকা গ্রামের নাজমুল হকের ছেলে আব্দুল কাইয়ুম, মগর আলীর কন্যা মঞ্জুয়ারা খাতুন অন্তরা ও সুমি খাতুন।
আহত আব্দুল কাইয়ুম জানান, বিকেলে তিন বন্ধু ও দুই বান্ধবী মিলে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে বেড়াতে বের হয়। সিরাজগঞ্জ শহর থেকে ছেড়ে আসা অটোরিকশাটি ধুনট উপজেলার উল্লাপাড়া গ্রামের মোড়ে পৌঁছে। এসময় শেরপুর থেকে ছেড়ে আসা ধুনটগামী মালবাহী ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ছয়জন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরন করেন। এর মধ্যে কলেজছাত্র আব্দুল্লাহ আল মামুন শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মারা যান।
ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
এআরএ/পিআর