সভাপতি জসিম, সম্পাদক নিহাদ

কক্সবাজারে অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ‘ক্র্যাক’র যাত্রা শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১০:২৩ পিএম, ০৭ এপ্রিল ২০২৪

কক্সবাজারে কর্মরত অনুসন্ধানী সাংবাদিকদের নিয়ে যাত্রা শুরু করেছে ‌‘ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব কক্সবাজার’ (ক্র্যাক)।

রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের একটি হোটেলে ইফতার মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

সভায় সবার সম্মতিক্রমে দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন সভাপতি ও চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আজিম নিহাদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

ঈদের পরপরই পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির প্রথম সভাপতি-সম্পাদক।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল বলেন, ভূ-রাজনীতির প্রেক্ষাপটে আলোচিত কক্সবাজারে অনুসন্ধানী সাংবাদিকতা গুরুত্ব বহন করে। এটি অজানা অনেক তথ্য যেমন সামনে আনে, তেমনি ঝুঁকিও। তাই অনুসন্ধানী সাংবাদিকদের একতাবদ্ধ হয়ে চলা বাঞ্ছনীয়।

সায়ীদ আলমগীর/এসআর/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।