৫০ টাকা কেজি দরে গরুর মাংস পেলেন দেড় শতাধিক মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০ পিএম, ০৮ এপ্রিল ২০২৪

 

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে মাত্র ৫০ টাকায় গরুর মাংস কেনার সুযোগ পেলেন নিন্মআয়ের দেড় শতাধিক মানুষ।

সোমবার (৮ এপ্রিল) সকালে উপজেলার বেশনাল এলাকায় ‘পাঞ্জেরি মানবসেবা ফাউন্ডেশন’ নামের একটি সামাজিক সংগঠন ব্যতিক্রমী এ আয়োজন করে।

দিনব্যাপী এ আয়োজনে দেড় শতাধিক মানুষ মাত্র ৫০ টাকার বিনিময় এককেজি করে গরুর মাংস কেনার সুযোগ পান।

আয়োজক সংগঠনের উদ্যোক্তা নুর আলম বলেন, ঈদে অনেকের ইচ্ছে থাকলেও মাংস কেনার সামর্থ্য থাকে না। তাই আমরা নামমাত্র মূল্যে মাংস বিক্রি করেছি। কেউ যাতে দান বা সহযোগিতা মনে না করেন, সেজন্য এ নামমাত্র মূল্য নেওয়া হয়েছে। আগামীতেও আমাদের কার্যক্রম থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিঘিরপাড় অভয়-চরন বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কে এম মোশারফ হোসেন, সংগঠনের জিএম মাহবুব হাসান, মোক্তার হালদারসহ সংশ্লিষ্টরা।

আরাফাত রায়হান সাকিব/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।