নানা আয়োজনে ভোলায় পহেলা বৈশাখ উদযাপন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১১:২৩ এএম, ১৪ এপ্রিল ২০২৪

মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলায় পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে।

রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে সরকারি স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

এসময় জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান, পৌর মেয়র মনিরুজ্জামানসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন।

নানা আয়োজনে ভোলায় পহেলা বৈশাখ উদযাপন

মঙ্গল শোভাযাত্রা শেষে পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি স্কুলের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্য খাওয়ার আয়োজন করা হয়। এছাড়া সন্ধ্যার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, বাংলা নববর্ষ উপলক্ষে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছি। আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।