রাজবাড়ীতে পদ্মায় গোসলে নেমে তরুণের মৃত্যু
রাজবাড়ীর অন্তারমোড় এলাকায় পদ্মা নদীতে গোসলে নেমে সোহান মোল্লা (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত সোহান রাজবাড়ী সদর উপজেলার চর আন্ধারমানিক গ্রামের রশিদ মোল্লার ছেলে।
জানা গেছে, সদর উপজেলার পাচুরিয়া অন্তারমোড় এলাকার পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় সোহান। পরে স্থানীয়রা তাকে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আনার আগেই যুবকের মৃত্যু হয়েছে।
রুবেলুর রহমান/এএইচ/জেআইএম