কাজীরহাট ফেরিঘাটে ভারতীয় চিনি বোঝাই ১২ ট্রাক জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:২৩ এএম, ১৯ এপ্রিল ২০২৪

পাবনার বেড়া উপজেলার কাজীরহাট ফেরিঘাটে ভারতীয় চিনি বোঝাই ১২ ট্রাক জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। এসব ট্রাকে আড়াইশ মেট্রিকটন চিনি শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা হয়। চিনি বহনকারী ট্রাকগুলোর চালক ও হেলপারসহ ২৩ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে কাজীরহাট ফেরিঘাট এলাকা থেকে চালক-হেলপারসহ এসব ট্রাক জব্দ করা হয় বলে নিশ্চিত করেন পাবনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী।

কাজীরহাট ফেরিঘাটে ভারতীয় চিনি বোঝাই ১২ ট্রাক জব্দ

পুলিশ জানায়, ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো সিলেটের জয়ন্তপুর সীমান্ত দিয়ে উত্তরবঙ্গে যাচ্ছিল। মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট ঘাট হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল। এসব ট্রাকে আড়াইশ মেট্রিক টন চিনি রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো আরিচা পার হয়ে পাবনার কাজীরহাট ঘাটে আসলে ডিবি পুলিশ আটক করে। এসময় তারা মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর সেগুলো জব্দ এবং ২৩ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

আমিন ইসলাম জুয়েল/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।