পাবনা

শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ২১ এপ্রিল ২০২৪

পাবনায় শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে মানববন্ধন করেছে বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকরা। রোববার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে তারা চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন।

মানববন্ধনে শ্রমিকরা বলেন, বিড়ি শিল্প দেশের প্রাচীন ও শ্রমঘন একটি শিল্প। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে স্বাধীনতা পরবর্তী সময়ে এ শিল্পের দ্বার উন্মোচিত হয়েছিল। তিনি শিল্পটি শুল্কমুক্ত ঘোষণা করেছিলেন। পাবনাসহ দেশের ১৮ লাখ হতদরিদ্র, স্বামী পরিত্যক্তা, শারীরিক বিকলাঙ্গ শ্রমিক বিড়ি কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করেন।

শ্রমিকরা আরও বলেন, দেশের অর্থনীতিতে বিড়ি শিল্পের মালিকদের অবদান অপরিসীম। তারা এ দেশে বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে। অথচ বিদেশি বহুজাতিক কোম্পানি ও দেশের কিছু এনজিও এ শিল্পকে ধ্বংস করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত।

জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন, সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল গফুর, আবুল হাসনাত লাভলু, আনোয়র হোসেন, রাণী খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সহ-সভাপতি আলম হোসেন, যুগ্ম-সম্পাদক দুলাল মোল্ল্যা, সাংগঠনিক সম্পাদক দুলাল শেখ, কোষাধ্যক্ষ টোকন রায় ও শ্রম সম্পাদক চামেলি খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।